ভাণ্ডারিয়ায় আলতাফ হোসেন ও জলিল জোমাদ্দারের স্মরনে দোয়া মোনাজাত

ভাণ্ডারিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মরহুম আলতাফ হাসেন ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জলিল জোমাদ্দার এর স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতি বার বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মোঃফাইজুর রশীদ খসরু জোমাদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃআব্দুল হাকিম হাওলাদার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ লিটন পেশকার উপজেলা যুবলীগের সভাপতি মোঃ এনামুল কবির টিপু তালুকদার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নেজামুল হক নান্নান।
প্রধান অতিথি এডঃআব্দুল হাকিম হালদার তার বক্তব্যে আলতাফ হোসেনের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব আর বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে রাজপথে উপস্থিত থেকে ইতিহাস সৃষ্টি করে গেছেন বলে উল্লেখ করেন।
এবং জীবনের শেষ দিন পর্যন্ত মুজিব আদর্শের জয়গান গেয়ে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। সাথে সাথে মরহুম আব্দুল জলিল জোমাদ্দার এর আওয়ামী রাজনীতিতে দীর্ঘ অবদান তুলে ধরেন।
উপজেলা আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা আলোচন ও দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন।